মুম্বই : খবরের কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ । ডিজিটাল দুনিয়ার বাড়বাড়ন্তে কোথাও যেন খবরের কাগজ ব্যাকসিট নিয়েছে । তবে সেটা পছন্দ নয় সোনুর ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সোনু বললেন, "খবরের কাগজ খুব প্রয়োজনীয় । আমি সবসময় আমার ছেলেদের খবর কাগজ পড়তে বলি । আমরা যখন স্কুলে পড়তাম, তখন খবরের কাগজ পড়া আমাদের হোমওয়ার্কের মধ্যে পড়ত । আমাদের প্রতিদিন কুড়িটা করে খবর ক্লাসে প্রেজ়েন্ট করতে হত ।"
সকালে উঠে খবরের কাগজের পাতা না ওলটালে সোনুর দিন শুরু হয় না । পুরোটা পড়া না হলেও অন্তত এক-দু'পাতা তো পড়তেই হয় তাঁকে সকালে উঠে । এখন তো সবাই সকালে উঠেই মোবাইল হাতে নেয় । সোনু কিন্তু এখনও ওল্ড স্কুলে বিশ্বাসী ।
বাচ্চাদের মধ্যে খবরের কাগজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন সোনু । শিক্ষক-শিক্ষিকারা না বোঝালে পত্রিকার অবদান বুঝবে না ছাত্ররা, বললেন অভিনেতা ।