পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইন্টারনেটের সমস্যা ? আস্ত মোবাইল টাওয়ার বসালেন সোনু

সোনু সুদের সাহায্যের মাত্রা দিন দিন বাড়ছে । এতদিন ধরে পড়ুয়াদের সাহায্য করতে সোনু নানাধরনের কাজ করছিলেন ছড়িয়ে ছিটিয়ে । তবে তাঁর এবারের অ্যাক্টিভিটি নজির গড়ল । ইন্টারনেটের সমস্যা ঘোচাতে আস্ত মোবাইল টাওয়ার বসালেন সোনু ।

Sonu Sood helped students
Sonu Sood helped students

By

Published : Oct 5, 2020, 3:25 PM IST

মুম্বই : নিউ নর্মাল লাইফে অনলাইন ক্লাস খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে । তবে অনেক বাড়িতেই অনলাইন ক্লাস করার পরিকাঠামো নেই । স্মার্টফোন, ইন্টারনেট, ওয়েব ক্যামেরা..এই সবকিছু অ্যারেঞ্জ করা অনেক গরীব বাচ্চাদের কাছেই দুঃসহ । পাশে দাঁড়ালেন সোনু ।

বন্ধু করণ গিলহোত্রর সঙ্গে হাত মিলিয়ে হরিয়ানায় এক আস্ত মোবাইল টাওয়ার ইনস্টল করলেন সোনু । এক ঝটকায় ইন্টারনেটের সমস্যা মিটিয়ে দিলেন তিনি ।

সোনু তাঁর অফিশিয়াল স্টেটমেন্টে জানিয়েছেন, "বাচ্চারাই দেশের ভবিষ্যৎ । তাই প্রত্যেককে সমান সুবিধা দেওয়া উচিত । এই ধরনের সমস্যাগুলো কখনই কোনও বাচ্চার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না । এই ছেলেমেয়েগুলোকে সাহায্য করতে পেরে আমি ধন্য ।"

এর আগে সোনু চণ্ডীগড়রের ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন । তবে উনি এক আস্ত মোবাইল টাওয়ার ইনস্টল করে দেবেন সেটা বোধহয় কেউই ভাবেননি । কখন যে রিল লাইফ থেকে রিয়েল লাইফ হিরো হয়ে উঠলেন সোনু, বোঝাই গেল না ।

ABOUT THE AUTHOR

...view details