মুম্বই : সোনু সুদের বড় অনুরাগী তিনি । তাই কোরোনা পরিস্থিতি উপেক্ষা করেই নিজের প্রিয় তারকার সঙ্গে একবার দেখা করবেন বলে ঠিক করেছিলেন । সেই মতো বিহারে নিজের বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন । এদিকে অনুরাগীর এহেন কাণ্ডকারখানা দেখে তাঁর জন্য বিমানের ব্যবস্থা করে দেন সোনু । আর এভাবেই নিজের প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ পান বিহারের ওই বাসিন্দা ।
আর্মান । বিহারের বাসিন্দা । লকডাউনের সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত যেভাবে সোনু সবার পাশে দাঁড়িয়েছেন, তা দেখে মন ভরে গিয়েছিল আর্মানের । তাই ঠিক করেছিলেন সাইকেলে করে বিহার থেকে মুম্বইতে গিয়ে সোনুর সঙ্গে দেখা করবেন তিনি । আর সেইমতোই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে ।
এদিকে একথা জানতে পেরে অবাক হয়ে যান সোনু । সঙ্গে সঙ্গে আর্মানকে অতটা পথ সাইকেল চালিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসতে বারণ করেন তিনি । বরং আর্মানের জন্য বিমানের ব্যবস্থা করেন । এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনু বলেন, "বিষয়টি জানার পরই আমি আর্মানের সঙ্গে যোগাযোগ করি । জানতে পারি সে বারাণসীতে পৌঁছে গিয়েছে । তাকে বলি, 'দেখো তুমি এটা কোরো না । তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছ দেখা করো । কিন্তু, এভাবে নয় ।' এরপর তাকে কোনওভাবে সেখান থেকে বিমানে করে মুম্বইতে আসার জন্য রাজি করাই । মুম্বইতে আমি তার জন্য হোটেলের ব্যবস্থা করেছি । আর তাকে পটনায় যাওয়ার জন্য বিমানের ব্যবস্থাও করে দেব । যদি আমি তার কাছে এতটা স্পেশাল হই তাহলে তার এই সফরও আমাকে স্পেশাল করে তুলতে হবে ।"
তবে শুধু আর্মানই নয় । তার সঙ্গে বিমানে মুম্বইতে আসছে তার সাইকেলও । এ প্রসঙ্গে সোনু বলেন, "বারাণসী থেকে তার সাইকেলও বিমানে মুম্বই আসছে । তার এই মহামূল্যবান জিনিস কী করে আমরা সেখানে রেখে আসতে পারি ?" এছাড়া মুম্বইতে আর্মানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন সোনু সুদ ।