পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সরকারের কাছে করোনায় বাবা-মা হারানো পড়ুয়াদের বিনামূল্যে পড়ানোর আবেদন সোনু সুদের

বৃহস্পতিবার সোনু সুদ তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেই ভিডিয়োতে তিনি করোনার কবলে পড়ে যে সব পড়ুয়ারা বাবা-মা দু’জনকেই হারিয়েছে, তাদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে ৷

সোনু সুদ
সোনু সুদ

By

Published : Apr 30, 2021, 6:12 PM IST

Updated : Apr 30, 2021, 6:37 PM IST

মুম্বই, 30 এপ্রিল: গরিবের 'মসিহা' তিনি ৷ শুধু অভিনেতা হিসাবে নয়, দুঃস্থ, গরিব মানুষদের পাশে থাকার জন্য সকলেই তাঁকে চেনে ৷ তিনি আর কেউ নন, বলিউড অভিনেতা সোনু সুদ ৷ বিগত এক বছর ধরে করোনা অতিমারির সময় অসহায় মানুষদের কাছে তিনি ভগবান স্বরূপ হয়ে উঠেছেন ৷ সে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হোক, অথবা এই পরিস্থিতিতে অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া , সবেতেই পাশে থেকেছেন সোনু ৷ এবার সরকারের কাছে মানবিক আবেদন সোনুর ৷ করোনায় বাবা-মা হারানো পড়ুয়াদের জন্য যেন সরকারের তরফে বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় ৷

বৃহস্পতি বার সোনু সুদ তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেই ভিডিয়োতে তিনি বলেন, "করোনায় অনেকেই তার পরিবারের সদস্যদের হারিয়েছেন ৷ কেউ বাবাকে হরিয়েছেন, কেউ মাকে হরিয়েছেন ৷ কেউ কেউ আবার বাবা-মা দু‘জকেই হারিয়েছেন ৷ আমি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে অনুরোধ করছি, যে সকল পড়ুয়ারা করোনায় তাদের বাবা-মা দু’জনকেই হারিয়েছে, তাদের পড়াশোনার দায়িত্ব সরকার থেকে নেওয়া হোক ৷ তারা যেন বিনামূল্যে পড়াশোনার সুযোগ পায় সেই ব্যবস্থা সরকার করে দিক ৷"

শুধু প্রাথমিক শিক্ষার দায়িত্বই নয়, কেউ যদি উচ্চস্তরে পড়াশোনা করতে চায় তাদেরও সাহায্য করতে দুই সরকারের কাছে আবেদন করেন তিনি ৷ রাজ্য কেন্দ্রীয় এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছে তাঁর আবেদন, করোনায় স্বজনহারা পড়ুয়ারাদের জন্য ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ের মতো উচ্চস্তরের কোর্সগুলি যাতে বিন্যামূল্যে করা হয় তার ব্যবস্থা করতে ৷

কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন সোনু সুদও ৷ কিন্তু অসুস্থ অবস্থাতেও সোনু এবং তাঁর সংস্থা 'সোনু সুদ ফাউন্ডেশন' দুঃস্থ মানুষদের জন্য কাজ করে গিয়েছেন ৷

আরও পড়ুন :করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর, ভর্তি হাসপাতালে

Last Updated : Apr 30, 2021, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details