মুম্বই : তিন বছর আগে 'আজ়ান'-এর সমালোচনা করে একটি টুইট করেছিলেন গায়ক সনু নিগম । যা নিয়ে সে সময় ট্রোলড হয়েছিলেন তিনি । তারপর বাধ্য হয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন । এখন কোনও টুইটার অ্যাকাউন্ট নেই তাঁর । এদিকে হঠাৎ করেই সামনে এসেছে তিন বছর আগেকার তাঁর সেই টুইটটি । যা নিয়ে ফের গতকাল ট্রোলিংয়ের শিকার হয়েছেন সনু ।
তিন বছর আগে টুইটারে সনু লেখেন, "আমি মুসলিম নই । কিন্তু, তাও সকালের আজ়ান শুনে আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয় । যখন মহম্মদ ইসলাম তৈরি করেছিলেন তখন বিদ্যুৎ ছিল না । এভাবে জোর করে ধর্মীয় ভাব জাগানো যায় না ।" এই টুইটের জন্য তখন ট্রোলড হয়েছিলেন সনু । পরে অবশ্য তিনি বলেন, কোনও ধর্মের বিরুদ্ধে নন তিনি । তাতেও বিতর্ক থামেনি । বাধ্য হয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন । এখন তাঁর কোনও টুইটার অ্যাকাউন্ট নেই । ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই বিভিন্ন পোস্ট করেন তিনি ।