লক্ষ্ণৌ : উত্তরপ্রদেশে সোনু নিগম । সেখানে গিয়ে অযোধ্যার রাম মন্দির দর্শন করলেন গায়ক । শুধু তাই নয়, একেবারে পৌঁছে গেলেন উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ি ।
সোনু বলেন, "যোগী আদিত্যনাথ একজন ডায়নামিক লিডার । খুব দূরদর্শী উনি । লক্ষ্ণৌতে এসে রাম মন্দির দর্শনের সৌভাগ্য হয়েছে আমার । আগামীকাল কাশী বিশ্বনাথ দর্শনেও যাব ।"
আদিত্যনাথের সঙ্গে দেখা করে কী বললেন সোনু ? গায়ক জানালেন, "আমি ওঁকে বললাম যে, ওঁর ভাবনা এবং দর্শন এই দেশের জন্য উপযোগী । এই দেশের উন্নয়ণে সবাইকে পথ দেখানো উচিত ওঁর ।"