মুম্বই : মিউজ়িক ইন্ডাস্ট্রিতে মাফিয়া কালচার নিয়ে মুখ খুললেন সোনু নিগম । সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর মিউজ়িক ইন্ডাস্ট্রি থেকেও এরকম খবর শোনার আশঙ্কা গায়কের । আগে থেকেই সতর্কবার্তা শোনালেন সোনু ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোনু । সেখানে তিনি মিউজ়িক ইন্ডাস্ট্রির একটা নগ্ন রূপ তুলে ধরেছেন তিনি । আর সেই কারণে নতুন প্রজন্মের ফ্রাস্ট্রেশনের পরিমাণও আঁচ করতে পারছেন তিনি । তবে ভাগ্য ভালো যে, সোনু অনেক আগেই ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন, ফলে সেই ইঁদুরদৌড় থেকে বেরিয়ে যেতে পেরেছেন তিনি, জানালেন নিজেই ।
শুধু এটুকুই নয়, সোনু নিগম আঙুল তুলেছেন সেই "অভিনেতা"-র দিকে, যাঁর স্বেচ্ছাচারীতার চর্চা এখন চারিদিকে । সেই "অভিনেতা" অরিজিৎ সিংকেও বেশ কয়েকটা প্রোজেক্ট থেকে বাদ দিয়েছেন, মনে করালেন সোনু । তবে নাম নিলেন না সরাসরি । তিনি যে কার কথা বলছেন সেটা বুঝতে বাকি নেই কারও ।
সোনু প্রশ্ন তুলেছেন, "কেউ এভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করে কী করে ? আমারও অনেক গান রেকর্ড করেও ডাব করে দেওয়া হয়েছে, বলতেও অস্বস্তি লাগে । কিন্তু এটা খুবই অপমানজনক, তাই না ?"
সোনুর এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...
সৌজন্যে সোনু নিগমের ইনস্টাগ্রাম