পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sonu Nigam Covid Positive : দুবাই ঘুরতে গিয়ে সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম - Sonu Nigam and his family test positive for covid 19

বলিউডের সঙ্গে যুক্ত একের পর এক অভিনেতা, পরিচালকদের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে ৷ সেই তালিকায় নতুন সংযোজন প্লে ব্যাক সিঙ্গার সোনু নিগম (Sonu Nigam and his family test positive for covid 19) ৷

Sonu Nigam
Sonu Nigam

By

Published : Jan 5, 2022, 8:58 AM IST

Updated : Jan 5, 2022, 9:38 AM IST

দুবাই, 5 জানুয়ারি : নতুন বছরকে স্বাগত জানাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন ৷ সেখানেই সপরিবারে করোনা আক্রান্ত হলেন গায়ক সোনু নিগম ৷ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন সোনু (Sonu Nigam and his family test positive for covid 19) ৷ জানিয়েছেন, তাঁর পাশাপাশি ছেলে নিবান নিগম এবং স্ত্রী মধুরিমা নিগমও করোনায় আক্রান্ত ৷

বলিউডের এই জনপ্রিয় গায়ক ভিডিয়োতে বলছেন, " আমি এই মুহূর্তে দুবাইয়ে রয়েছি ৷ এখান থেকে একটি অনুষ্ঠানের জন্য ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল ৷ সুপার সিঙ্গার সিজন থ্রি-র শুটিংও রয়েছে ৷ তবে সেখানে যেতে পারছি না কারণ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বারবার পরীক্ষা করার পরও একই ফলাফল আসায় আমি এই বিষয়ে নিশ্চিত হই ৷ হালকা উপসর্গ থাকলেও আমি অসুস্থবোধ করছি না ৷ আমার গলা ঠিক আছে ৷ বরং ভাইরাল জ্বর নিয়ে অতীতে আমি পারফর্ম করেছি ৷ সেটার থেকে বর্তমানে ভাল অবস্থায় রয়েছি ৷"

আরও পড়ুন : Raj and Subhashree Corona Positive : ফের করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী

কোভিডের তৃতীয় ঢেউয়ের শুরুতেই একাধিক সেলেব করোনায় আক্রান্ত হয়েছেন ৷ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন করিনা কাপুর ও অমৃতা অরোরা ৷ তাঁরা সেরে ওঠার পরপরই অর্জুন কাপুর ও তাঁর বোন অনসুলা, রিয়া কাপুর ও তাঁর স্বামী করোনায় আক্রান্ত হন ৷ তালিকায় রয়েছেন পরিচালক একতা কাপুর, নোরা ফতেহি, সস্ত্রীক জন আব্রাহাম, মৃণাল ঠাকুর ও বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া ৷

Last Updated : Jan 5, 2022, 9:38 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details