পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঙ্গনাকে চটি ছুড়ে মেরেছিলেন মহেশ ভাট, অভিযোগ রঙ্গোলির - Rangoli

একাধিক টুইটে নানাভাবে রঙ্গোলি মহেশ ভাট, সোনি রাজদান ও আলিয়াকে আক্রমণ করে আসছেন।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

By

Published : Apr 17, 2019, 5:51 PM IST

Updated : Apr 17, 2019, 7:26 PM IST

মুম্বই : মহেশ ভাট কঙ্গনা রানাওয়াতকে চটি ছুড়ে মেরেছিলেন। এবার এমনই গুরুতর অভিযোগ তুললেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। সম্প্রতি বিভিন্ন কারণে একাধিকবার আলিয়াকে নানাভাবে সমালোচনা করেছেন কঙ্গনা। সেই মতো গতকাল আলিয়ার মা সোনি রাজদানকেও নিশানা সাধেন রঙ্গোলি। এর পালটা জবাবও দেন সোনি। কিন্তু, তারপরও থামনে নারাজ কঙ্গনার বোন।

গতকাল রঙ্গোলি লেখেন, "এই বিদেশিরা দেশে থাকবে, ব্যবহার করবে এবং দেশের মানুষকেই হেনস্থা করবে। অসহিষ্ণুতা ছড়াতে মিথ্যে ছড়াবে। সময় এসেছে এদের অ্যাজেন্ডা নিয়ে ভাবার। এবং এদের দ্বারা প্রভাবিত না হওয়ার।" এর পালটা সোনি লেখেন, যে কঙ্গনাকে কাজ দিল তাঁর স্ত্রী ও মেয়ের আক্রমণ করছে কঙ্গনা। এরপর থেকেই একাধিক টুইটে নানাভাবে রঙ্গোলি মহেশ ভাট, সোনি রাজদান ও আলিয়াকে আক্রমণ করে আসছেন।

রঙ্গোলি লেখেন, "প্রিয় সোনিজি, মহেশ ভাট নয় ওকে ব্রেক দিয়েছিল অনুরাগ বসু। মহেশ ভাটজি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন ওই ছবির।" এখানেই থামেননি রঙ্গোলি। তিনি লেখেন, "মনে রাখবেন উনি (মহেশ ভাট) ওই প্রোডাকশন হাউজ়টি কিনে নেননি। ও লমহের পর উনি কঙ্গনাকে নিয়ে ধোকা নাম একটি ছবি বানাতে চেয়েছিলেন, কিন্তু কঙ্গনা রাজি হয়নি। তাই ও শুধু কঙ্গনার উপর চিৎকারই করেনি, ও লমহের প্রিভিউতে হলের মধ্যে চটি ছুড়ে মেরেছিল। এমনকী ওকে সেখানে আসার অনুমতি পর্যন্ত দেয়নি। ও তখন মাত্র ১৯ বছরের ছিল।"

এরকম একাধিক টুইট করেছেন রঙ্গোলি। তবে আলিয়ার পাশে দাঁড়িয়েছেন রণদীপ হুডা। তিনি সোশাল মিডিয়ায় আলিয়ার অভিনয়ের প্রশংসা করেন। পাশাপাশি নিন্দুকদের কথায় কান না দিয়ে আলিয়া যেভাবে কঠোর পরিশ্রম করেছেন প্রত্যেক ছবিতে। সেই বিষয় তাঁকে কুর্নিশ জানান রণদীপ।

Last Updated : Apr 17, 2019, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details