মুম্বই : প্যান্ডেমিকের সময় সোশাল মিডিয়াই মানুষের মধ্যে দূরত্ব ঘোচাচ্ছে । সোশাল মিডিয়ার মাধ্যমেই একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে মানুষজন । সামাজিক দূরত্ব যেমন বেড়েছে, তেমনই কমেছে সামজিক মাধ্যমের দূরত্ব । অনিল কাপুরের জন্মদিনে তাই সোশাল মিডিয়াতেই শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ।
কী লিখলেন সোনম ? তিনি লিখেছেন, "হ্যাপি হ্যাপি বার্থডে ড্যাডি । তুমি সবচেয়ে পজ়িটিভ, দয়ালু এবং উদার মনের মানুষ । তোমার সমস্ত গুণ নিজেদের মধ্যে পেয়ে আমরা ধন্য ।"