পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আকাশে উড়ে যেতে চান সোনম ! - সোনম কাপুর

আজ সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সোনম । সাদা গাউন পরে ছবিটি তোলেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "আকাশে উড়ে যেতে চাই"।

sdf
sdf

By

Published : May 11, 2020, 2:16 PM IST

মুম্বই : পরনে সাদা রঙের গাউন । হাতদুটো তোলা মাথার উপর । হাওয়ায় উড়ছে চুল । আর পা উঁচু করে মেঝের উপর দাঁড়িয়ে রয়েছেন সোনম কাপুর । যেন এভাবে এখনই ডানা মেলে আকাশে উড়ে যাবেন তিনি । নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন চারিপাশে । যেখানে তাঁকে বাধা দেওয়ার থাকবে না কেউই । সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি ।

আজ সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সোনম । সাদা গাউন পরে ছবিটি তোলেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "আকাশে উড়ে যেতে চাই"।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । কিন্তু, একভাবে বাড়িতে থাকতে আর ভালো লাগছে না অনেকেরই । দিনের পর দিন বাড়িতে বসে থাকার ফলে যেন কোথাও থমকে গিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দটা । আর তাই স্বাভাবিক জীবনে, কাজের মধ্যে ফিরতে চান সবাই । একই অবস্থা সোনমেরও ।

এখন আপাতত দিল্লিতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে রয়েছেন সোনম । লকডাউনের জেরে মুম্বইতে নিজের বাড়িতেও যেতে পারছেন না তিনি । অনেক দিন দেখা হয়নি বোন ও বাবা-মায়ের সঙ্গে । এই সময় তাঁদের খুবই মিস করছেন বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন তিনি । ঘরবন্দী হয়ে আর থাকতে ইচ্ছে করছে না তাঁর । তাই ডানা মেলে আকাশে উড়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details