দিল্লি : প্রধানমন্ত্রীর আহ্বানে রবিবার রাতে বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ ও মোমবাতি জ্বালান অধিকাংশ দেশবাসী । তার পাশাপাশি দেশের অনেক জায়গাতেই ফাটানো হয় বাজি । যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সোনম কাপুর । তার জন্য ফের একবার ট্রোলের মুখে পড়েন তিনি ।
রবিবার রাত 9টা । অন্ধকারে ডুবে গিয়েছিল গোটা দেশ । বৈদ্যুতিন আলো নিভে যাওয়ার অন্ধকার । তারপরই জ্বলে উঠেছিল প্রদীপ ও মোমবাতি । মুহূর্তের মধ্যে এই আলোতেই আলোকিত হয়ে উঠেছিল দেশ । এটা যেন জয়ের আলো । একতার আলো । কোরোনার মতো অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আলো । এই লড়াইয়ে শামিল হয়েছিল গোটা দেশ । তবে একাধিক দেশবাসী শুধু প্রদীপ বা মোমবাতি জ্বেলেই থেমে থাকেননি । অনেকেই ওইদিন বাজি ফাটাতে দেখা গিয়েছিল । আর এই উল্লাস থেকে বাদ যাননি দিল্লিবাসী ।
রবিবার রাতে বাজি ফাটে দিল্লিতেও । এই ঘটনার পরই রেগে গিয়ে টুইট করেন সোনম । লেখেন, "মানুষ বাজি ফাটাচ্ছে । এতে কুকুরা ভয় পাচ্ছে । আপনারা কি ভাবছেন এটা দিওয়ালি ? আমি কিছুই বুঝতে পারছি না ।" এরপর আরও একটি টুইট করে তিনি লেখেন, "কিছুক্ষণ আগে জায়গাটা শান্ত ছিল । কিন্তু বাজি ফাটানোর জেরে এখন দক্ষিণ দিল্লিতে পাখি, কুকুর সবাই দিশেহারা হয়ে গিয়েছে ।"