মুম্বই : সোনম কাপুর নাকি বারবার নিজের টুথব্রাশ হারিয়ে ফেলেন । আর প্রায় প্রতিদিন আনন্দের টুথব্রাশটাই ব্যবহার করেন । এই বিষয়টাতে আনন্দের খুব বিরক্ত লাগে, কিন্তু তিনি কিছু করতেই পারেন না ।
ইনস্টাগ্রামে কিছু অটোমেটেড ফিল্টার থাকে । সেখানে নানা রকম প্রশ্ন করা হয় ব্য়বহারকারীকে । সোনমকে যেমন প্রশ্ন করা হল, "কাউকে না বলে তার টুথব্রাশ ব্যবহার করেছেন ?"
উত্তর দিতে একটুও দেরি করলেন না সোনম । বললেন, "হ্যাঁ, সবসময় । আনন্দ আহুজার টুথব্রাশ । আমি ব্যবহার করতে থাকি আর ও খুব বিরক্ত হয়ে যায় ।"
আনন্দ আবার নিজের ইনস্টাস্টোরিতে সোনমের এই জবাব শেয়ার করে অভিযোগ জানিয়েছেন । লিখেছেন, "আমি তাই অনেকগুলো করে টুথব্রাশ কিনি । তাও তুমি তোমার টুথব্রাশ হারাতে থাক । কেউ কী করে নিজের টুথব্রাশ হারিয়ে ফেলে ?"
এই প্রশ্ন করে মজার ইমোজি দিতেও ভোলেননি আনন্দ । দেখে নিন..