পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্বামীর হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় সোনম - virat anushka

কিছুদিন আগে বিরাটের চুল কেটেছিলেন অনুষ্কা । আর এবার আনন্দের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গেল সোনমকে ।

sdf
f

By

Published : Apr 8, 2020, 2:25 PM IST

মুম্বই : সত্যি কোয়ারেন্টাইন কত কিছুই না শেখাচ্ছে মানুষকে । এই সময় একঘেয়েমি কাটাতে প্রতি দিনই নতুন নতুন কাজ করছেন তারকারা । নতুন অভিজ্ঞতাও হচ্ছে তাঁদের । যেমনটা হয়েছে অনুষ্কা শর্মা ও সোনম কাপুরের ক্ষেত্রে । লকডাউনের মধ্যে স্বামীদের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গেল তাঁদের । কিছুদিন আগে বিরাটের চুল কেটেছিলেন অনুষ্কা । আর এবার আনন্দের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গেল সোনমকে ।

ভিডিয়ো সৌ : ইনস্টাগ্রাম

কোরোনা আতঙ্কের জেরে দেশজুড়ে জারি লকডাউন । এই সময় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । একইভাবে দিল্লিতে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন সোনম । লকডাউনের জেরে মুম্বইয়ের বাড়িতেও যেতে পারছেন না তিনি । আর এই সময় পরিবারকে বিশেষ করে বোন রিয়াকে খুব বেশি মিস করছেন । সোশাল মিডিয়ায় বোনের ছবি শেয়ার করে সেকথা জানান তিনি । এদিকে লকডাউনের জেরে বন্ধ সেলুন । তাই এখন বাইরে গিয়ে চুলও সেট করতে পারছেন না কেউই । এই অবস্থায় আনন্দ আহুজার হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গেল সোনমকে ।

ভিডিয়ো সৌ : ইনস্টাগ্রাম

স্বামীর চুল কেটে তাঁকে নতুন লুক দিলেন সোনম । সবশেষে পেশাদারি ভঙ্গিতে ব্রাশ ও ব্লো ড্রায়ার দিয়ে সেট করে দেন তাঁর চুল । ভিডিয়োতে সোনম বলেন, "তোমার চুল এখন স্মুথ হয়ে গেল । দয়া করে সেটাকে ঘেঁটে ফেলো না ।" আর ভিডিয়োর শেষে আনন্দের গালে চুম্বন করেন তিনি ।

যাই হোক না কেন স্ত্রীর চুল কাটা খুবই পছন্দ হয়েছে আনন্দের । ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের নিউ লুকের ছবি শেয়ার করেছেন তিনি । সেখানে হাসিহাসি মুখে পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে ।

এর আগে রান্নাঘরের কাঁচি দিয়ে বিরাটের চুল কাটতে দেখা গিয়েছিল অনুষ্কাকে । স্ত্রীয়ের চুল কাটায় মুগ্ধ হয়েছিলেন বিরাট ।

তবে শুধু স্বামীর হেয়ারস্টাইলিস্ট হয়েই নয় । এই লকডাউনের মধ্যে একাধিক রান্নাও করছেন সোনম । কখনও মিষ্টি বানাচ্ছে । আবার কখনও চাইনিজ় বা কন্টিনেন্টাল রান্না করতে দেখা গিয়েছে তাঁকে ।

এদিকে শেষবার 'জ়োয়া ফ্যাক্টর' সিনেমায় দেখা গিয়েছিল সোনমকে । এরপর 'ব্লাইন্ড' সিনেমার হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে । পাশাপাশি 'ভিরে দি ওয়েডিং'-এর সিকুয়েলেও কাজ করবেন তিনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details