বেঙ্গালুরু,11 ফেব্রুয়ারি :দেশজুড়ে এই মুহূর্তে রীতিমত সাড়া ফেলেছে হিজাব বিতর্ক ৷ কর্নাটক সরকারের নির্দেশ এবং তৎপরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ মিলিয়ে ক্রমশ জটিল থেকে আরও জটিলতর হয়ে উঠছে এই গোটা ঘটনাটি ৷ আপাতত পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন ৷ হিজাব পরে মেয়েদের কলেজ আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক বলিউডকেও ভাগ করে দিয়েছে দু‘ভাগে ৷ একদিকে যেমন কঙ্গনা রানওয়াত বলছেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷ "
তেমনি আবার এর একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে কথা বলছেন শাবানা আজমি, জাভেদ আখতাররা ৷ এবার এই প্রসঙ্গে জাভেদ, শাবানাদের পাশেই দাঁড়ালেন অনিল কাপুরের কন্য়া সোনম কাপুরও (Sonam Kapoor Reactions on the Hijab Row) ৷ জাভেদের স্পষ্ট বক্তব্য় ছিল, "আমি কখনও হিজাব বা বোরখার পক্ষে নই ৷ সেই অবস্থানেই অনড় থাকছি ৷ তবে একইসঙ্গে যে গুন্ডাবাহিনী ছোট একদল কিশোরীকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং তাতে অসফল হচ্ছে, তাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আমার কিছুই নেই ৷ পুরুষত্ব বলতে কী তাঁরা এটাই বোঝেন ৷ কী করুণার বিষয়..." একইভাবে কঙ্গনার বক্তব্যের তীব্র বিরোধিতা করে শাবানা লিখেছিলেন, "ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন ৷ কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র আর আমি শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল!!"