মুম্বই : "শিক্ষিত ও সমৃদ্ধিশালী পরিবারেই ডিভোর্স বেশি হয় ।" ডিভোর্স নিয়ে এই মন্তব্য করেছিলেন RSS প্রধান মোহন ভাগবত । এই মন্তব্যর প্রতিবাদ করেন সোনম কাপুর । তাঁর মন্তব্যকে "সংকীর্ণ ও বোকা" বলে কটাক্ষ করেন অভিনেত্রী ।
সম্প্রতি একটি সমাবেশ থেকে প্রকাশ্যে ডিভোর্স প্রসঙ্গে মন্তব্য করেন মোহন ভাগবত । তিনি বলেন, "বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে । মানুষ এখন ছোটোখাটো বিষয় নিয়েই মন্তব্য করেন । শিক্ষিত ও সমৃদ্ধিশালী পরিবারেই ডিভোর্স বেশি হয় । শিক্ষা ও সম্পদ থেকে আসে ঔদ্ধত্য । এর ফলেই পরিবারগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় । এভাবে একটা সমাজও ভেঙে পড়ে ।"