মুম্বই : সোনম কাপুর মানেই লাইট, ক্যামেরা, ফ্যাশন । হ্যাঁ, অ্যাকশনের বদলে ফ্যাশন শব্দটিই তাঁর সঙ্গে বেশি যায় । তবে প্রকৃতির "অ্যামেজ়িং" আলোয় মুগ্ধ সোনম কোনও মেকআপ আর ফিল্টার ছাড়াই ছবি শেয়ার করলেন ।
ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো শেয়ার করেছেন সোনম । সবুজ লনে বসে অভিনেত্রী । উশকো খুশকো চুলেও বেশ ফ্রেশ লাগছে তাঁকে । প্রকৃতির মধ্যে যেন মিশে গেছেন তিনি ।