পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বই আঁকড়ে সোনম.. - সোনম কাপুরের খবর

ছোটো থেকেই বইয়ের পোকা সোনম কাপুর । আজও কিছুমাত্র বদলায়নি পরিস্থিতিটা ।

Sonam Kapoor throwback picture
Sonam Kapoor throwback picture

By

Published : Jun 12, 2020, 12:14 PM IST

মুম্বই : অভিনয় ছাড়াও তারকাদের অনেক ভালো লাগায় জায়গা থাকে । অবসরে কেউ গান গাইতে ভালোবাসেন তো কেউ ছবি আঁকতে, কেউ বাগান করেন তো কেউ পিয়ানো বাজান । সোনম কাপুরেরও একটা প্রিয় শখ আছে । সেটা হল বই পড়া ।

ছোটো থেকে বই পড়তে ভালোবাসেন সোনম কাপুর । আজও পরিস্থিতিটা কিছুমাত্র বদলায়নি । এখনও বইয়ের পোকাই রয়েছেন অভিনেত্রী ।

একটি বই আঁকড়ে ধরে থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন সোনম । বিছানায় শুয়ে ছোট্ট মেয়েটা হাসছে সরল । ক্যাপশনে লিখেছেন, "তখন থেকে কিছুই বদলায়নি সেরকম । একজন বুকওয়ার্ম (বইয়ের পোকা) সবসময় বুকওয়ার্মই থেকে যায়.."

আপাতত মুম্বইতে নিজের পরিবারের সঙ্গে রয়েছেন সোনম কাপুর । লকডাউন উঠে যাওয়ার পর দিল্লি থেকে আনন্দের সঙ্গে ফিরেছেন তিনি । বাড়িতেই জন্মদিন পালন করেছেন অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details