পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রেগনেন্সি নিয়ে মুখ খুললেন সোনম, দিলেন লেটেস্ট আপডেট - সোনম কাপুরের খবর

সোনম কাপুরের প্রেগনেন্সি নিয়ে বেশ কয়েক মাস ধরেই একটা গুঞ্জন চলছে বলি পাড়ায় । সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ।

SonamSonam Kapoor on her prenancy Kapoor on her prenancy
Sonam Kapoor on her prenancy

By

Published : Mar 19, 2020, 9:51 AM IST

মুম্বই : 'জ়োয়া ফ্যাক্টর'-এর পর থেকে বড় পরদায় অনুপস্থিত সোনম কাপুর । সেভাবে দেখা যাচ্ছে না কোনও অ্যাওয়ার্ড ফাংশনে । বড় বড় ইভেন্টেও দেখা নেই তাঁর । তাহলে কি প্রেগনেন্ট সোনম ? এই প্রশ্নে মেতেছিল অনুরাগীরা । উত্তর দিলেন অভিনেত্রী ।

সোনম বললেন, "আমি যদি প্রেগনেন্ট হই, তাহলে সেটা সারা পৃথিবীর সামনে ঘোষণা করব । তবে আমি এখন প্রেগনেন্ট নই ।" এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

সদ্য লন্ডন থেকে ফিরেছেন সোনম কাপুর ও স্বামী আনন্দ আহুজা । ইনস্টাগ্রামের মাধ্যমে সোনম জানিয়েছেন যে, তাঁরা সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভাইরাসের কোনও লক্ষণ নেই তাঁদের মধ্যে । বিমানবন্দরেই যাবতীয় পরীক্ষা হয়েছে তাঁদের ।

সুখী দম্পতি

শুধু তাই নয়, এয়ারপোর্ট অথোরিটির প্রভূত প্রশংসাও করেন সোনম । তারা যেভাবে দায়িত্বের সঙ্গে সমস্ত সতর্কতা অবলম্বন করে চলেছেন, তা দেখে মুগ্ধ অভিনেত্রী । ভারতীয় সরকারকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি ।

আপাতত স্বেচ্ছায় কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিয়েছেন সোনম ও আনন্দ । বাড়িতে বয়স্ক বাবা-মায়ের কথা ভেবেই তাঁদের এই পদক্ষেপ ।

ABOUT THE AUTHOR

...view details