লন্ডন : কয়েকদিন আগে ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন সোনম কাপুর । তিনি আর তাঁর স্বামী আনন্দ এখন সেখানেই আছেন । এতদিন 14 দিনের কোয়ারান্টিনে ছিলেন তাঁরা, এই প্রথম বাইরে বেরোলেন সোনম ।
আর বাইরে বেরিয়েই প্রথম জিমে পৌঁছলেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী । সোনম নিজেই বুঝতে পারেননি যে, জিমে গিয়ে এত আনন্দ পাবেন ।
সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সোনম । সেখানে তাঁকে দেখা যাচ্ছে জিম ট্রেনারের সঙ্গে । কালো ওভারসাইজ়ড জ্যাকেট আর ট্রাউজ়ারে বেশ লাগছে তাঁকে ।