পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"বাবার জন্য আমি সুযোগ পেয়েছি, সেটা অপমানের বিষয় নয়" - সোনম কাপুরের খবর

এমনই বললেন সোনম কাপুর । কাপুর পরিবারে অনিল কাপুরের মেয়ে হয়ে জন্মানো তাঁর কাছে একটা গর্বের বিষয় এবং সেই সূত্র ধরে পাওয়া কাজের সুযোগকে নিয়ে বিন্দুমাত্র লজ্জা নেই অভিনেত্রীর ।

Sonam kapoor proud to be privileged
Sonam kapoor proud to be privileged

By

Published : Jun 22, 2020, 5:38 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর নেপোটিজ়ম নিয়ে তোলপাড় বলিউড । স্টারকিড ও তাঁদের গডফাদারদের বিরুদ্ধে ফুঁসছেন নেটিজেনরা । আর তারই মধ্যে এক মন্তব্য করে বিপাকে সোনম ।

সোশাল মিডিয়ায় এক পোস্ট করেছেন অভিনেত্রী । আর তারপর আরও একপ্রস্থ সমালোচনা শুরু হয়েছে টুইটারে । কী এমন লিখলেন সোনম ?

তিনি লিখেছেন, "হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে । হ্যাঁ আমি বাবার জন্যই এই ইন্ডাস্ট্রিতে এসেছি আর হ্যাঁ, বাবার জন্য আমি সুযোগ পেয়েছি, সেটা অপমানের বিষয় নয়..."

সোনমের টুইট..

এটুকুই নয়, সোনম লিখেছেন, "আমায় এই সবকিছু দেওয়ার জন্য বাবা পরিশ্রম করেছে । এটা আমারই কর্মফল যে আমি এখানে এই মানুষটির মেয়ে হয়ে জন্ম নিয়েছি । আমি গর্বিত ।"

আর সোনমের এই মন্তব্যের পর আরও একবার সমালোচনায় মাতলেন নেটিজেনরা । কেউই মেনে নিতে পারছেন না তাঁর এই "নাকউঁচু" মন্তব্য । একের পর এক বিরুদ্ধ পোস্টে ভাসছে সোশাল মিডিয়া ।

কেউ লিখেছেন, "তুমি অন্তত স্বীকার করলে যে, তোমার বাবার জন্যই তোমার ক্য়ারিয়ার তৈরি হয়েছে । তুমি সুশান্তের মতো নও ।"

.

তো কেউ লিখেছেন. "এটা খুব নাকউঁচু আর এলিটিস্ট টুইট । সোনম সমাজের সমস্ত অন্যায়, অসমতাকে 'কর্মফল' বলে জাস্টিফাই করেছেন ।"

.

ABOUT THE AUTHOR

...view details