পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনে শেফ হয়ে উঠলেন বলিউড ডিভারা - সোনম কাপুরের খবর

লকডাউনে শেফ হয়ে উঠলেন সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফ । নিজেদের অবসর সময়কে ব্যবহার করলেন ক্রিয়েটিভ কাজে ।

sonam kapoor latest news
sonam kapoor latest news

By

Published : Apr 10, 2020, 9:38 PM IST

মুম্বই : কয়েকদিন আগে অ্যাপ্রন পরে রান্নাঘরে জমিয়ে রান্না করছিলেন দীপিকা পাড়ুকোন । রান্না করেছিলেন আলিয়া ভাটও । আর এবার শেফের ভূমিকায় দেখা গেল সোনম কাপুর আর ক্যাটরিনা কাইফকে ।

রান্না করতে খুব একটা অভ্যস্থ নন ক্য়াটরিনা । বোন ইসাবেলার সঙ্গে প্যানকেক বানাচ্ছিলেন তিনি । কিন্তু, আদতে সেটা কী দাঁড়িয়েছে তা নিয়ে খুবই চিন্তায় অভিনেত্রী । শেফের টুপি পরে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ক্যাটরিনা ।

অন্যদিকে সোনম আবার অন্য বিপাকে । চকোলেট ওয়ালনাট কেক বানাতে গিয়ে ফুরিয়ে গেল চকোলেট । তারপর একটি সংস্থা চকোলেট পাঠিয়ে মান বাঁচালেন অভিনেত্রীর । তাদের ধন্যবাদ জানালেন সোনম ।

লকডাউনে পুরো বলিউড বাড়ির মধ্যে । বন্ধ সব শুটিং, বন্ধ ফিল্মের রিলিজ় । তবে এই অবসর সময়টাকে কিছু না কিছু শেখার কাজে লাগাচ্ছেন তারকারা ।

ABOUT THE AUTHOR

...view details