মুম্বই : কয়েকদিন আগে অ্যাপ্রন পরে রান্নাঘরে জমিয়ে রান্না করছিলেন দীপিকা পাড়ুকোন । রান্না করেছিলেন আলিয়া ভাটও । আর এবার শেফের ভূমিকায় দেখা গেল সোনম কাপুর আর ক্যাটরিনা কাইফকে ।
রান্না করতে খুব একটা অভ্যস্থ নন ক্য়াটরিনা । বোন ইসাবেলার সঙ্গে প্যানকেক বানাচ্ছিলেন তিনি । কিন্তু, আদতে সেটা কী দাঁড়িয়েছে তা নিয়ে খুবই চিন্তায় অভিনেত্রী । শেফের টুপি পরে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ক্যাটরিনা ।