মুম্বই : হলিউড অভিনেত্রী এবং স্টান্টওম্যান ম্যারি অ্যান ইভান্সের কথা মনে করলেন সোনম কাপুর । একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও ছবির সমস্ত স্টান্ট নিজেই করতেন ম্যারি, কোনও কোনও ক্ষেত্রে পুরুষ স্টান্টম্যানকেও হার মানাতেন । তাঁর কথা ভেবে চমকে ওঠেন সোনম ।
ইনস্টাগ্রামে সোনম লিখেছেন, "একজন অভিনেত্রী হিসেবে আমি জানি শারীরিক সুস্থতা এবং ভালো দেখাটা কত গুরুত্বপূর্ণ । সেই জন্যই কোনও অভিনেতা-অভিনেত্রী নিজের স্টান্ট নিজে করে না ।"