পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমি অভিনেত্রী, আমি জানি ভালো দেখাটা কত প্রয়োজনীয় : সোনম - সোনম কাপুরের খবর

একজন অভিনেত্রী হিসেবে নিজের শারীরিক সুস্থতা এবং ভালো দেখাটা কত গুরুত্বপূর্ণ সেটা বেশ ভালোই বোঝেন সোনম কাপুর । তবে হঠাৎ কেন এই কথা বললেন অভিনেত্রী ?

Sonam kapoor actor
Sonam kapoor actor

By

Published : Jul 17, 2020, 4:41 PM IST

মুম্বই : হলিউড অভিনেত্রী এবং স্টান্টওম্যান ম্যারি অ্যান ইভান্সের কথা মনে করলেন সোনম কাপুর । একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও ছবির সমস্ত স্টান্ট নিজেই করতেন ম্যারি, কোনও কোনও ক্ষেত্রে পুরুষ স্টান্টম্যানকেও হার মানাতেন । তাঁর কথা ভেবে চমকে ওঠেন সোনম ।

ইনস্টাগ্রামে সোনম লিখেছেন, "একজন অভিনেত্রী হিসেবে আমি জানি শারীরিক সুস্থতা এবং ভালো দেখাটা কত গুরুত্বপূর্ণ । সেই জন্যই কোনও অভিনেতা-অভিনেত্রী নিজের স্টান্ট নিজে করে না ।"

ম্যারিকে "ফিয়ারলেস নাদিয়া" বলেও সম্বোধন করা হত । ট্রেনের উপরে লাফানো, শত্রুদের সঙ্গে মারপিট করা, চাবুক নিয়ে স্টান্ট করা এই সবকিছুতেই দারুণ পারদর্শী ছিলেন তিনি । তাঁর কথা জানতে পেরে মুগ্ধ সোনম ।

দেখে নিন সোনমের পোস্ট....

ABOUT THE AUTHOR

...view details