পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুদান দিয়েছেন ? নেটিজেনদের প্রশ্নে যোগ্য জবাব সোনাক্ষীর

কোরোনা মোকাবিলায় যখন প্রায় প্রত্যেক বলিউড সেলেব নিজেদের মতো করে অর্থসাহায্য তুলে দিচ্ছেন সরকারের তহবিলে, তখন সোনাক্ষী সিনহা কেন মুখ ফিরিয়ে রেখেছেন ? এই প্রশ্নে উত্যক্ত হয়ে যোগ্য জবাব দিয়েই ফেললেন অভিনেত্রী ।

sonakshi sinha trolled for not donating
sonakshi sinha trolled for not donating

By

Published : Apr 1, 2020, 1:01 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছে বলিউড । অক্ষয় কুমার, ভিকি কৌশল, ক্য়াটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, অনুষ্কা শর্মার মতো তারকারা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী তহবিলে । কিন্তু, অনুদানের ব্যাপারে কোনও সাড়াশব্দ নেই কেন সোনাক্ষীর ? বারংবার নেটিজেনদের এই প্রশ্নে মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রী ।

সোনাক্ষী লিখেছেন, "তাদের জন্য এক মিনিটের নীরবতা পালন করছি, যারা মনে করেন যে, ঘোষণা না করা মানেই কোনও অনুদান দেওয়া হয়নি । পুণ্য করে ভুলে যেতে হয়, জানেন নিশ্চয়ই । কেউ কেউ এটা ফলোও করে । এবার শান্ত হন, আর কিছু ভালো কাজ করে দেখান ।"

সাফ জবাব দিয়ে দিলেন সোনাক্ষী । বুঝিয়ে দিলেন অনুদান দিলেও সেটা নিয়ে ঢাকঢোল পেটানোর কিছু নেই । কারণ পুণ্য করে সেটা ভুলে যেতে হয়, মনে করেন অভিনেত্রী ।

শুধু সোনাক্ষী নন, বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে কয়েকদিন ধরে ক্ষোভপ্রকাশ করে চলেছেন নেটিজেনরা । শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুরের মতো তারকারা কেন এই পরিস্থিতিতে কোনও অনুদান দেননি, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা ।

তাঁরাও কি সোনাক্ষীর মতো চুপচাপ চ্যারিটি করার থিওরিতে বিশ্বাসী ? না, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সেই সব তারকাদের তরফ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details