মুম্বই : সোনাক্ষী যে বাড়িতে বড় হয়েছেন সেই বাড়ির নাম রামায়ণ, বাড়ির প্রতিটা সদস্যের নাম রামায়ণ অবলম্বনে । সেই বাড়ির মেয়ে হয়ে KBC-তে এসে রামায়ণ সংক্রান্ত একটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারেননি সোনাক্ষী । সেই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে হাসির খোরাক করা হয়েছে ।
সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করছিলেন সোনাক্ষী । সেখানে তাঁকে এক ফ্য়ান প্রশ্ন করেন, "সঞ্জীবনী কে নিয়ে এসেছিল ?" KBC-তে এই প্রশ্নটিই সোনাক্ষীকে করেছিলেন অমিতাভ, যেটির উত্তর তিনি জানতেন না ।
তবে ফ্য়ানের এই মস্করায় দারুণ জবাব দিলেন অভিনেত্রী । বললেন, "অনেকেরই রামায়ণ সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে । তারা দয়া করে দূরদর্শন দেখুন, সব উত্তর পেয়ে যাবেন । জয় বজরঙ্গ বলি"...
সৌজন্যে সোনাক্ষীর ইনস্টাস্টোরি কয়েকদিন আগে মুকেশ খান্নাও একটি সাক্ষাৎকারে বলেন, "রামায়ণ বা মহাভারতের মতো ধারাবাহিক পুনরায় ফিরে আসায় সোনাক্ষীর মতো মানুষদের সুবিধা হবে ।" তবে তাঁর এই মন্তব্যে রেগে যান সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা । প্রশ্ন তোলেন, "মুকেশ খান্নাকে কে হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে নিয়োগ করেছে ?"
পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন মুকেশ ।