মুম্বই : সোশাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই ট্রোলড হন তারকারা । কোনও পোস্ট থেকে শুরু করে পোশাক, সিনেমা যে কোনও কারণেই ট্রোলড হতে হয় তাঁদের । অনেক সময় হুমকিও দেওয়া হয় তাঁদের । কখনও তা তারকাদের সহ্যের মাত্রা ছাড়িয়ে যায় । অনেক সময় এর বিরুদ্ধে পালটা কোনও মন্তব্য না করে চুপ থাকাই সঠিক বলে মনে করেন কয়েকজন । কেউ আবার পালটা মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন । তবে এগুলি বন্ধ করতে এবার একটা নতুন উদ্যোগ নিয়েছেন সোনাক্ষী সিনহা ।
অভিনেত্রীর সেই উদ্যোগের নাম 'আব বাস'। অনলাইন হেনস্থাকে রুখতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি । এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনাক্ষী বলেন, "অনেক মানুষ মনে করেন স্ক্রিনের পিছনে লুকিয়ে থেকে যে কোনও বিষয় যা খুশি বলতে পারবেন তাঁরা । সোশাল মিডিয়া মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে । আর তার ভিত্তিতেই সবাইকে যা খুশি তাই বলা হচ্ছে । এই ধরনের কথা বলার জন্য কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি ।"