পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনে বেড়েছে ট্রোলিং : সোনাক্ষী সিনহা - bullying increased during lockdown

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনাক্ষী বলেন, "অনেক মানুষ মনে করেন স্ক্রিনের পিছনে লুকিয়ে থেকে যে কোনও বিষয় যা খুশি বলতে পারবেন তাঁরা । সোশাল মিডিয়া মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে । আর তার ভিত্তিতেই সবাইকে যা খুশি তাই বলা হচ্ছে । এই ধরনের কথা বলার জন্য কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি ।"

োে্
োে্

By

Published : Aug 20, 2020, 10:17 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই ট্রোলড হন তারকারা । কোনও পোস্ট থেকে শুরু করে পোশাক, সিনেমা যে কোনও কারণেই ট্রোলড হতে হয় তাঁদের । অনেক সময় হুমকিও দেওয়া হয় তাঁদের । কখনও তা তারকাদের সহ্যের মাত্রা ছাড়িয়ে যায় । অনেক সময় এর বিরুদ্ধে পালটা কোনও মন্তব্য না করে চুপ থাকাই সঠিক বলে মনে করেন কয়েকজন । কেউ আবার পালটা মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন । তবে এগুলি বন্ধ করতে এবার একটা নতুন উদ্যোগ নিয়েছেন সোনাক্ষী সিনহা ।

অভিনেত্রীর সেই উদ্যোগের নাম 'আব বাস'। অনলাইন হেনস্থাকে রুখতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি । এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনাক্ষী বলেন, "অনেক মানুষ মনে করেন স্ক্রিনের পিছনে লুকিয়ে থেকে যে কোনও বিষয় যা খুশি বলতে পারবেন তাঁরা । সোশাল মিডিয়া মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে । আর তার ভিত্তিতেই সবাইকে যা খুশি তাই বলা হচ্ছে । এই ধরনের কথা বলার জন্য কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি ।"

লকডাউনের মধ্যে বন্ধ ছিল যাবতীয় কাজ । তারকাদের পাশাপাশি ওই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিলেন নেটিজ়েনরাও । আর সেই সময় তারকাদের ট্রোলড হওয়ার মাত্রাও অনেকটা বেড়ে গিয়েছিল । এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, "আমাকেও ট্রোলড হতে হয়েছিল । মানুষ কোনও চিন্তাভাবনা না করেই সোশাল মিডিয়ায় নিজেদের হতাশাকে উগরে দেন । লকডাউনের মধ্যে মানুষের কোনও কাজ ছিল না । আর সেই সময় নেতিবাচকতা ভরে গিয়েছিল সবার মনে । তাই সোশাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছিলেন । আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে ।"

নেতিবাচকতার হাত থেকে বাঁচতে কয়েক মাস আগে নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেন সোনাক্ষী । তবে এখনও ইনস্টাগ্রামে সক্রিয় তিনি । সেখানেই একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "নিজের সুস্থতা বজায় রাখার উপায় হল নেতিবাচকতা থেকে দূরে থাকা । আর টুইটারের থেকে বেশি নেতিবাচকতা আর কোথাও নেই । আমি আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করছি । বিদায় বন্ধুরা, শান্তিতে থাকো ।"

ABOUT THE AUTHOR

...view details