মুম্বই : 26 শে জুন আসতে চলেছে সোনাক্ষী সিনহার নতুন ছবি 'খানদানি সফাখানা'। ছবিটির পরিচালনা করেছেন শিল্পী দাশগুপ্ত। প্রযোজনা করেছেন ভূষণ কুমার,মৃগদীপ সিং লামবা ও মহাবীর জৈন।
ছবিটি সম্বন্ধে সোনাক্ষী লিখেছেন, " কবে থেকে সবাই জানতে চাইছে ছবির নাম কি? এটা জানাতে পেরে আমি খুব রোমাঞ্চ অনুভব করছি। আমার পরবর্তী ছবি 'খানদানি সফাখানা' আসতে চলেছে ২৬ জুন।" এর সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে সোনাক্ষীর সঙ্গে দেখা যাচ্ছে বরুণ শর্মা সহ পুরো ছবির টিমকে।