পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রামায়ণ থেকে করা প্রশ্নের উত্তর জানা নেই সোনাক্ষীর, তীব্র সমালোচনা - সোনাক্ষী সিনহা রামায়ণ

'কৌন বানেগা ক্রোড়পতি'-র এক বিশেষ এপিসোডে এসেছিলেন সোনাক্ষী সিনহা। সেখানে রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে পারলেন না অভিনেত্রী। এই কারণে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়লেন তিনি।

Sonakshi Sinha Ramayan

By

Published : Sep 21, 2019, 1:09 PM IST

মুম্বই : যিনি নিজে 'রামায়ণ' নামের বাড়িতে থাকেন, যাঁর দুই ভাইয়ের নাম লব ও কুশ, যাঁর তিন কাকা রাম-লক্ষ্মণ-ভরত, তিনি রামায়ণ থেকে করা একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারলেন না ? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

.

সোনাক্ষীকে প্রশ্ন করা হয় যে, "কার কাছ থেকে হনুমান সঞ্জীবনী ঔষধ নিয়ে এসেছিলেন?" উত্তর জানা ছিল না সোনাক্ষীর। শেষে লাইফলাইনের সাহায্য নিয়ে উত্তর দেন অভিনেত্রী।

শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন সোনাক্ষীর এই আচরণে চমকেছেন। অবাক হয়েছেন নেটিজেনরাও। বলিউড ব্রেনলেস, মনে করছেন অনেকেই।

এই ঘটনার পর একাধিক মিম তৈরি হয়েছে সোশাল মিডিয়ায়। দেখে নেওয়া যাক...

সৌজন্যে ANI
সৌজন্যে ANI
সৌজন্যে ANI

ABOUT THE AUTHOR

...view details