পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"নেগেটেভিটি" থেকে বাঁচতে টুইটার অ্যাকাউন্ট বাতিল করলেন সোনাক্ষী - সোনাক্ষী সিনহার খবর

টুইটারের নেগেটেভিটি থেকে বাঁচতে অ্যাকাউন্টই বাতিল করলেন সোনাক্ষী সিনহা ।

Sonakshi SInha deactivates twiiter account
Sonakshi SInha deactivates twiiter account

By

Published : Jun 20, 2020, 6:24 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর নেটিজেনদের আক্রমণ স্টারকিডদের দিকে । আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সোনম কাপুরের মতো তারকাদের বিরুদ্ধে গলা চড়াচ্ছেন অনুরাগীরা । কমছে তাঁদের ফলোয়ার সংখ্য়াও । এই নেগেটিভিটি আর নিতে পারছে না সোনাক্ষী ।

তাই টুইটারে তাঁর অ্যাকাউন্ট বাতিল করলেন অভিনেত্রী । তবে এখনও ইনস্টাগ্রামে অ্যাক্টিভ তিনি । আর সেখানেই সোনাক্ষী এই ঘোষণা করলেন ।

একটি ছবি পোস্ট করে সোনাক্ষী লিখেছেন, "নিজের সুস্থতা বজায় রাখার উপায় হল নেগেটিভিটি থেকে দূরে থাকা । আর টুইটারের থেকে বেশি নেগেটিভিটি আর কোথাও নেই । চল, আমি আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করছি । বিদায় বন্ধুরা, শান্তিতে থাক ।"

ক্যাপশনে অভিনেত্রী মজা করে লিখেছেন, "আগুণ লাগুক বস্তিতে, আমি থাকি মস্তিতে । বাই টুইটার ।" দেখে নিন সোনাক্ষীর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details