মুম্বই : বাবা-মায়ের সঙ্গেই থাকেন সোনাক্ষী সিনহা । তবে নিজের বাড়ি কেনার শখ তাঁর অনেকদিনের । অবশেষে সেই স্বপ্ন পূরণ হল । বান্দ্রায় ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী ।
চার বেডরুমের সেই বিলাসবহুল ফ্ল্যাট কিনে উচ্ছ্বসিত সোনাক্ষী । তাঁর লক্ষ্য ছিল তিরিশে পৌঁছনোর আগেই নিজের বাড়ি কিনবেন । হয়তো সেই ডেডলাইনটা পার হয়ে গেছে, তিরিশ পেরিয়ে তেত্রিশে পৌঁছেছেন সোনাক্ষী । তবে বাড়িটা তো কেনা হল...
তিনি বললেন, "ক্যারিয়ার শুরু করার পর থেকেই নিজের বাড়ি কেনার স্বপ্ন ছিল । তবে আমি চেয়েছিলাম যে, তিরিশের আগেই নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়ি কিনব । সেই ডেডলাইনটা পেরিয়েছে ঠিকই । তবে ফাইনালি আমি বাড়িটা কিনলাম ।"
বাড়ি কিনলেও এখনই সেই বাড়িতে শিফ্ট করার কোনও পরিকল্পনা নেই সোনাক্ষীর । বাবা-মা আর দাদাদের সঙ্গে থাকতেই ভালোবাসেন তিনি । শুধুমাত্র নিজের স্বপ্নপূরণ এবং ইনভেস্টমেন্টের কথা ভেবে এই বাড়ি কেনা, জানালেন অভিনেত্রী ।