মুম্বই : কোরোনা মোকাবিলায় যতটা করা সম্ভব, সাহায্য করছেন সোনাক্ষী সিনহা । এখনও করে চলেছেন । স্বাস্থ্যকর্মীদের PPE কিট দান করার পর এবার অভিনেত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনমজুরদের ।
দিনমজুরদের রেশন জোগাড় করতে অভিনব উদ্যোগ সোনাক্ষীর । নিজের হাতে আঁকা ছবি তিনি নিলাম করতে চলেছেন, হাত মিলিয়েছেন 'ফ্য়ানকাইন্ড' নামে এক NGO-র সঙ্গে ।
সোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন সোনাক্ষী । পোস্ট করা ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গেল, "আমরা যদি অন্যদের ভালো করতে না পারি, তাহলে আমরা কীসের ভালো ?" যেসব মানুষরা এই কঠিন সময়ে নিজেদের পেট ভরাতে পারছেন না, তাঁদের জন্য তাই সোনাক্ষীর এই উদ্য়োগ ।
সোনাক্ষীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আলিয়া ভাট । টুইটারে তিনি লিখেছেন, "সো প্রাউড অফ ইউ.." সোনাক্ষীর এই উদ্যোগকে সফল করার আর্জি জানিয়েছেন আলিয়া অনুরাগীদের কাছে । দেখে নিন..