পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বুধবারে 'রবিবারের সেলফি' পোস্ট করলেন সোনাক্ষী - সোনাক্ষী সিনহার খবর

আজ বুধবার । তবে আজ "রবিবারের সেলফি" পোস্ট করলেন সোনাক্ষী সিনহা । ব্যাপারটা কী ?

sonakshi sinha sunday selfie
sonakshi sinha sunday selfie

By

Published : May 13, 2020, 7:40 PM IST

মুম্বই : বুধবারের সকালে রবিবারের সেলফি ? লকডাউনে দিনকালের হিসেব রাখতে পারছেন না সোনাক্ষী সিনহা ।

হ্যাঁ, লকডাউনে বাড়িতে থাকতে থাকতে সোনাক্ষীর গুলিয়ে যাচ্ছে সময়ের হিসেব । কোনটা কোন দিন মনে রাখতে পারছেন না তিনি । একথা আমরা নয়, অভিনেত্রী নিজেই লিখেছেন ।

নিজের একটা সেলফি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, "রবিবারের সেলফি, কারণ আমি আর জানি না আজকে কোন দিন.."

কাজের ক্ষেত্রে সোনাক্ষীকে 'ঘুমকেতু' ছবিতে দেখা যাবে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির বিপরীতে । তবে সিনেমা হলে নয়, সেই ছবি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে ।

পুষ্পেন্দ্র নাথ মিশ্রর পরিচালনায় 'ঘুমকেতু' একটি কমেডি ড্রামা । এক লেখকের গল্প এটি, যিনি মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান । এই লেখকের চরিত্রে অভিনয় করছেন নওয়াজ়ুদ্দিন ।

এছাড়াও 'ঘুমকেতু'-তে রয়েছেন অনুরাগ কাশ্যপ, রঘুবীর যাদব, রাগিনী খান্নার মতো তারকারা ।

ABOUT THE AUTHOR

...view details