পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হৃদয়ের একটা টুকরো রেখে এলেন সোনাক্ষী - সোনাক্ষী সিনহার খবর

মালদ্বীপে বেড়াতে গেছিলেন সোনাক্ষী সিনহা । এমন সুন্দর জায়গা ছেড়ে আসতে কি মন চায় ? তাই হৃদয়ের একটা অংশ সেখানেই ছেড়ে এলেন অভিনেত্রী ।

Sonakshi Sinha leaves Maldives
Sonakshi Sinha leaves Maldives

By

Published : Nov 26, 2020, 10:45 PM IST

মুম্বই : পুরো বলিউড যেন মালদ্বীপ ছাড়া আর কোনও জায়গা দেখতেই পাচ্ছে না । তাপসী পান্নু, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, রকুল প্রীতের সঙ্গে সোনাক্ষী সিনহাও সেই সমুদ্র ঘেরা জায়গায় পাড়ি জমিয়েছিলেন । অপরূপ সুন্দর জায়গাটা ছেড়ে আসতে গিয়ে মন খারাপ অভিনেত্রীর ।

মালদ্বীপে কাটানো মুহূর্তগুলো ফিরে দেখছেন সোনাক্ষী । প্রকৃতির কোলে তোলা অজস্র ছবির মধ্যে একটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, "যখনই আমি মালদ্বীপ ছেড়ে যাই, আমার হৃদয়ের একটা টুকরো রেখে যাই । আবার যতক্ষণ না ফিরে যাই..."

মালদ্বীপ ছেড়ে আসার আগে সোনাক্ষীকে খুব সুন্দরভাবে বিদায় জানালেন হোটেলের কর্মীরা । সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত নেড়ে তাঁর ফেরার মুহূর্তটা আরও সুন্দর করে তুললেন তারা ।

ইনস্টাস্টোরিতে সেই ভিডিয়োও শেয়ার করেছেন সোনাক্ষী । দেখে নিন...

সৌজন্যে সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম

বড় পরদা থেকে বেশ অনেকদিন দূরে আছেন অভিনেত্রী । তাঁর পরবর্তী ছবি 'ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া' মুক্তি পাবে OTT প্ল্য়াটফর্মে । অজয় দেবগন, সঞ্জয় দত্তস নোরা ফতেহি, শরদ কেলকরের মতো একাধিক তারকা রয়েছেন এই ছবিতে ।

1971 সালে ইন্দো-পাক যুদ্ধের যন্ত্রণা ফুটিয়ে তুলবে 'ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ।

ABOUT THE AUTHOR

...view details