পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই কঠিন সময়ে শান্তির প্রতীক বুদ্ধর ছবি আঁকলেন সোনাক্ষী - সোনাক্ষী সিনহার খবর

একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের পৃথিবী । এই অবস্থায় শান্তির প্রতীক বুদ্ধদেবকে স্মরণ করলেন সোনাক্ষী সিনহা । আঁকলেন বুদ্ধদেবের মুখ, একেবারে নিজের স্টাইলে ।

Sonakshi Sinha draws Buddha picture
Sonakshi Sinha draws Buddha picture

By

Published : May 18, 2020, 7:58 PM IST

মুম্বই : ছবি আঁকতে ভালোবাসেন সোনাক্ষী সিনহা । ছবি আঁকলে তাঁর মন ভালো হয়ে যায় । আর এবার মন ভালো করতে বুদ্ধদেবের শরণাপন্ন হলেন অভিনেত্রী ।

বুদ্ধদেবের একটা সুন্দর ছবি আঁকলেন সোনাক্ষী । ছবি আঁকার পুরো প্রক্রিয়াটাই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "আমি মুখ আঁকতে ভালোবাসি । তাই এই সময়ে সবথেকে শান্তিপূর্ণ মুখটাকেই বেছে নিলাম" । ছবির নাম দিলেন, "দ্য এনলাইটেনড ওয়ান" ।

তবে ছবিটি শুধু আঁকার জন্যই আঁকেননি সোনাক্ষী । সেটি তিনি নিলামে বিক্রি করতে চলেছেন । দিনমজুরদের রেশন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে এই মহৎ উদ্যোগ অভিনেত্রীর ।

কয়েকদিন আগেই এই খবর শেয়ার করেছেন সোনাক্ষী । তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছে বি-টাউন ।

ABOUT THE AUTHOR

...view details