মুম্বই : দ্বিতীয় দফার লকডাউন শেষ হতেই প্রশাসনের অনুমতিতে অনেক জায়গায় খুলেছে মদের দোকান । মদের দোকান খোলার সঙ্গে সঙ্গেই বেশ কিছু জায়গায় চোখে পড়ে লম্বা লাইন । অনেক জায়গায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় করতে দেখা যায় অনেককে । এবার সেই লাইন দেওয়ার ছবি পোস্ট করলেন পরিচালক রাম গোপাল ভার্মা । তবে সেখানে পুরুষদের নয় দেখা গিয়েছে মহিলাদের । আর নিজের টুইটে ওই ছবি নিয়ে কটাক্ষ করেন তিনি । তারপরই সমালোচনার শিকার হতে হয় তাঁকে ।
এই ছবি পোস্ট করে টুইটারে রাম গোপাল ভার্মা লেখেন, "দেখুন কারা মদের দোকানের লাইনে দাঁড়িয়ে রয়েছে...মদ্যপ পুরুষদের হাত থেকে মহিলাদের বাঁচানোর জন্য অনেক কিছুই করা হয় ।" এদিকে রাম গোপালের এই টুইট দেখে চটে যান সোনা মোহাপাত্র ।