পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মদের লাইনে মহিলারা, ছবি শেয়ার করে সমালোচনার মুখে রাম গোপাল - women buying liquor

টুইটারে রাম গোপাল ভার্মা লেখেন, "দেখুন কারা মদের দোকানের লাইনে দাঁড়িয়ে রয়েছে...মদ্যপ পুরুষদের হাত থেকে মহিলাদের বাঁচানোর জন্য অনেক কিছুই করা হয় ।" এদিকে রাম গোপালের এই টুইট দেখে চটে যান সোনা মোহাপাত্র ।

sdf
sdf

By

Published : May 5, 2020, 3:25 PM IST

মুম্বই : দ্বিতীয় দফার লকডাউন শেষ হতেই প্রশাসনের অনুমতিতে অনেক জায়গায় খুলেছে মদের দোকান । মদের দোকান খোলার সঙ্গে সঙ্গেই বেশ কিছু জায়গায় চোখে পড়ে লম্বা লাইন । অনেক জায়গায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় করতে দেখা যায় অনেককে । এবার সেই লাইন দেওয়ার ছবি পোস্ট করলেন পরিচালক রাম গোপাল ভার্মা । তবে সেখানে পুরুষদের নয় দেখা গিয়েছে মহিলাদের । আর নিজের টুইটে ওই ছবি নিয়ে কটাক্ষ করেন তিনি । তারপরই সমালোচনার শিকার হতে হয় তাঁকে ।

এই ছবি পোস্ট করে টুইটারে রাম গোপাল ভার্মা লেখেন, "দেখুন কারা মদের দোকানের লাইনে দাঁড়িয়ে রয়েছে...মদ্যপ পুরুষদের হাত থেকে মহিলাদের বাঁচানোর জন্য অনেক কিছুই করা হয় ।" এদিকে রাম গোপালের এই টুইট দেখে চটে যান সোনা মোহাপাত্র ।

পালটা টুইট করে তিনি লেখেন, "রাম গোপাল ভার্মা আপনার সেই লাইনে দাঁড়ানো উচিত যাঁদের প্রকৃত শিক্ষার দরকার আছে । যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার এই টুইট পুরুষদের প্রাধান্য দিচ্ছে । পুরুষদের মতো মহিলাদেরও মদ কেনা ও পানের অধিকার রয়েছে । মদ্যপ অবস্থায় অত্যাচার করার অধিকার কারও নেই ।"

সোনা মোহাপাত্রর টুইটের প্রেক্ষিতে আরও একটি টুইট করেন রাম গোপাল । জানান যে তাঁর টুইটের ভুল ব্যাখ্যা করা হচ্ছে । তিনি লেখেন, "আমার মনে হয় তুমি আমার টুইটকে বুঝতে ভুল করেছ । আমি বোঝাতেই চাইছে সেই সব নেতাদের যাঁরা মনে করেন শুধু পুরুষরাই মদ্যপ অবস্থায় মহিলাদের উপর অত্যাচার করে ।"

ABOUT THE AUTHOR

...view details