মুম্বই : MeToo কেসে অভিযুক্ত অনু মালিক টেলিভিশনের জনপ্রিয় শো 'ইন্ডিয়ান আইডল'-এর অন্যতম বিচারক। আর সেই শোয়ের কয়েকজন প্রতিযোগীর গানের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। অনু মালিক এই শোয়ের বিচারক হওয়া সত্ত্বেও কীভাবে সচিন এই শো নিয়ে এত ভালো মন্তব্য করলেন ? প্রশ্ন তুলেছেন গায়িকা সোনা মহাপাত্র।
সচিন একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, "ইন্ডিয়ান আইডলের এই সমস্ত প্রতিযোগীদের দরদ ভরা গান ও জীবনের কথা শুনে আমি অভিভূত। রাহুল, চেলসি, দিওয়াস ও সানি এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কিন্তু, এদের প্রত্যেকের প্যাশন ও ডেডিকেশন একেবারে একরকম। আমি নিশ্চিত ওরা অনেক দূর যাবে।"