পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মা শর্মিলার জন্মদিনে কাছে নেই মেয়ে সোহা, মন খারাপ - সোহা আলি খানের খবর

প্রত্যেক বছর অন্তত একটা দিন মা শর্মিলা ঠাকুরের সঙ্গে কাটান সোহা আলি খান । সেটা হল শর্মিলার জন্মদিন । তাছাড়া পরিবারের সকলের জন্মদিনই একসঙ্গে কাটানোর রীতি রয়েছে পতৌদি পরিবারে । তবে এই বছরে সেটা সম্ভব হল না । তাই মন খারাপ সোহার ।

Soha ali khan misses Sharmila tagore
Soha ali khan misses Sharmila tagore

By

Published : Dec 8, 2020, 2:23 PM IST

মুম্বই : আজ শর্মিলা ঠাকুরের জন্মদিন । 76 বছরে পা দিলেন অভিনেত্রী । তবে 2020 সালটাই যেন সব হিসেব উলটে পালটে দিয়েছে । তাই শর্মিলার জন্মদিনে মেয়ে সোহা থাকতে পারেননি মায়ের কাছে । মন খারাপ সোহার ।

2013 সাল থেকে মায়ের সঙ্গে কাটানো প্রতিটি জন্মদিনের ছবি শেয়ার করেছেন সোহা । ইনায়া হওয়ার আগে ও পরে জন্মদিন পালনের ধরন আলাদা । নাতনিকে পাওয়ার পর যেন তাকে নিয়ে থাকতেই বেশি পছন্দ করেন শর্মিলা । 2019 অবধি প্রতি জন্মদিনের ছবিই শেয়ার করেছেন সোহা । শুধু 2020 সালটা নেই সেখানে ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "প্রত্যেক বছর একটা দিন আমরা একসঙ্গে কাটাতাম, জন্মদিন পালন করতাম । তবে এই বছর আমরা সবার থেকে সবাই আলাদা । যখনই দেখা হবে, তখনই আমরা সেই মুহূর্তগুলোর হিসেব করব আর সেলিব্রেট করব ।"

শুধু সোহাই নয়, করিনা কাপুর খানও তাঁর শাশুড়িকে শুভেচ্ছা জানিয়েছেন । শর্মিলা হলেন তাঁর দেখা সবচেয়ে কুল আর শক্ত মনের মানুষ । করিনাকে মেয়ের মতোই ভালোবাসেন শর্মিলা । তাঁর থেকে এমন প্রশংসা পাওয়া মুখের কথা নয় ।

দেখে নিন করিনার পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details