মুম্বই : আজ শর্মিলা ঠাকুরের জন্মদিন । 76 বছরে পা দিলেন অভিনেত্রী । তবে 2020 সালটাই যেন সব হিসেব উলটে পালটে দিয়েছে । তাই শর্মিলার জন্মদিনে মেয়ে সোহা থাকতে পারেননি মায়ের কাছে । মন খারাপ সোহার ।
2013 সাল থেকে মায়ের সঙ্গে কাটানো প্রতিটি জন্মদিনের ছবি শেয়ার করেছেন সোহা । ইনায়া হওয়ার আগে ও পরে জন্মদিন পালনের ধরন আলাদা । নাতনিকে পাওয়ার পর যেন তাকে নিয়ে থাকতেই বেশি পছন্দ করেন শর্মিলা । 2019 অবধি প্রতি জন্মদিনের ছবিই শেয়ার করেছেন সোহা । শুধু 2020 সালটা নেই সেখানে ।