মুম্বই : শুটিং, প্রোমোশন, প্রিমিয়ার, রিলিজ় । এগুলি নিয়েই কেটে যায় দিনের বেশিরভাগ সময় । শুটিংয়ের জন্য দিনের পর দিন থাকতে হয় বাইরে । মন চাইলেও সময় হয় না । সময় হয় না পরিবারের সঙ্গে দু'দণ্ড কাটানোর । তাই লকডাউন অনেকেরই সেই ইচ্ছা পূরণ করে দিয়েছে । পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন অনেকেই । যেমন অভিনেত্রী সোহা আলি খান ।
এই সময়টা একেবারে অন্যভাবে কাটাতে চাইছেন বলে জানিয়েছেন তিনি । স্বামী, কন্যাকে নিয়েই বেশিরভাগ সময় কেটে যাচ্ছে তাঁর । কীভাবে তাঁর দিনগুলি কাটছে তা শেয়ার করেছেন তিনি ।
বই পড়া-
বই পড়তে ভালোবাসলেও ব্যস্ততার ফাঁকে সময় বের করে তা সম্ভব হয়ে ওঠে না । লকডাউন আমাদের গৃহবন্দী করে রেখেছে এবং সেই সব বিষয়ে নজর দিতে পারছি যেগুলি ব্যস্ততার জন্য সম্ভব হয় না । আমি দিনে অনন্তত একঘণ্টা বই পড়ছি যা আমার লেখা ভালো করতে সাহায্য করবে ।
পরিবারের সঙ্গে সময় কাটানো-
পরিবারই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ । বলেন, লকডাউন আমাদের আরও কাছে নিয়ে এসেছে । কুণাল আর আমি এই দিনগুলিতে অন্য কিছু করার চেষ্টা করি । ইনায়াকে আঁকা, পাজ়লে ব্যস্ত রাখার চেষ্টা করি ।