পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভাইঝি সারাকে নিয়ে কী বললেন সোহা ? - সোহা আলি খানের খবর

ভাইঝি সারা আলি খানকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করলেন সোহা আলি খান । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, "সারাকে নিয়ে আমি অসম্ভব গর্বিত" ।

Soha Ali Khan on Sara Ali Khan
Soha Ali Khan on Sara Ali Khan

By

Published : Jun 29, 2020, 8:15 AM IST

মুম্বই : ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাব পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সারা আলি খান । 2018 সালে 'কেদারনাথ' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেই অনেকটা জনপ্রিয়তা পেয়ে যান তিনি । তারপর 'সিম্বা' বা 'লাভ আজ কাল'-এর মতো বিগ ব্যানার ফিল্ম । ভাইঝিকে নিয়ে "গর্বিত" সোহা আলি খান ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোহা জানালেন, "আমি সারাকে নিয়ে অসম্ভব গর্বিত । ওঁর শুরুটা এত সুন্দরভাবে হয়েছে, তার জন্য আমি খুশি । কারণ শুরুটা ভালো হলে পুরো জার্নিটা সহজ হয় । আমার মতে ও সেরা ফিল্মগুলোকে বেছেছে ।"

সারার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ সোহা । বললেন, "আমার মনে হয় ও নিজের লক্ষ্যে স্থির । পারফর্মেন্স ও ব্যবসা দু'দিক থেকেই ও সেট । ব্যক্তিগত জীবনেও ও যেভাবে নিজেকে সামলে চলে, সেটাও ভালো লাগে আমার । প্রতিটা ব্যাপারে ওঁর সিরিয়াসনেস আমায় মুগ্ধ করে । হিন্দি-ঊর্দু-ইংরেজি ভাষায় ওঁর দক্ষতা, আর আত্মবিশ্বাস দেখে আমি সত্যিই আপ্লুত ।"

সারা

চারপাশে অনুকরণ করার হিড়িকের মধ্যেও সারার মধ্যে একটা স্বাতন্ত্র্য রয়েছে, যেটা খুব ভালো লাগে সোহার । আর সেই স্বাতন্ত্র্যই ভাইঝির জনপ্রিয়তার কারণ, মনে করেন সোহা ।

সারা আর সোহাকে কি একসঙ্গে কোনও ফিল্মে দেখা যাবে ? না, সেই বিষয়ে কিছু বললেন না অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details