মুম্বই : চারিদিকে কোরোনা আতঙ্ক, প্রতিমুহূর্তে মৃত্যুর খবর ভেসে আসছে সংবাদমাধ্যমে । তারই মধ্যে একটু ভালো মুহূর্ত খুঁজে নিলেন সোহা আলি খান, স্বামী কুনাল খেমুর সঙ্গে ।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সোহা । সেখানে তিনি আর তাঁর স্বামীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে । ক্যাপশনটা আরও উষ্ণ..সোহা লিখেছেন, "বাড়ি সেখানেই, যেখানে হৃদয় আছে.." কুনালকে সেই পোস্টটি ট্যাগও করেছেন অভিনেত্রী ।