মুম্বই : এর আগেও অভিষেকের বেকারত্ব নিয়ে মিম ছড়িয়েছে একাধিক। কিন্তু, সেই সময় চুপ থাকাই শ্রেয় মনে করেছিলেন অভিনেতা। কিন্তু,এবার যোগ্য জবাব দিলেন তিনি।
টুইটারে একটি মোটিভেশনাল লেখা পোস্ট করেছিলেন অভিষেক। সোমবারে অনেকেরই অফিস যেতে ইচ্ছে করে না। সেই 'মনডে ব্লু' কাটানোর জন্য বিশেষ লেখাটা পোস্ট করেছিলেন তিনি।
অনেকেই অভিষেকের এই পোস্ট পছন্দ করেছেন। তবে একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "যারা সোমবারে খুশি থাকে, তাদের কী বলা যায়? বেকার"
ব্যবহারকারীর করা মন্তব্য..
এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন অভিষেক। লিখেছেন, "একমত হতে পারলাম না। যারা তাদের কাজটাকে পছন্দ করেন, তারাই সোমবার খুশি থাকেন।" অভিষেকের এই জবাবের তারিফ করেছেন অনেকে। তাঁর এই গ্রেসফুল ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা।