মুম্বই : এর আগেও 'পেয়ার কা পঞ্চনামা' বা 'সোনু কে টিটু কি সুইটি' ছবিতে কিছু কিছু সংলাপের জন্য সমালোচিত হয়েছেন কার্তিক আরিয়ান। সেই সমস্ত সংলাপে মহিলাদের অসম্মান করা হয়েছে বলে উঠেছিল অভিযোগ। কিন্তু সংলাপ যেহেতু অভিনেতা লেখেন না, তাই পার পেয়ে গেছিলেন কার্তিক। কিন্তু, 'পতী পত্নী ঔর ওহ' ছবির জন্য আবারও সেই একই কারণে সমালোচিত অভিনেতা। এইবার তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, এত খারাপ সংলাপ সত্ত্বেও এমন সিনেমা কেন বাছলেন তিনি।
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য; মহিলাদের অসম্মান, সমালোচিত কার্তিক
'পতী পত্নী ঔর ওহ' ছবিতে কার্তিকের মুখে শোনা গেছে একটি সংলাপ, যা বিতর্ক উস্কে দিচ্ছে।
ছবির ট্রেলারে একটা জায়গায় কার্তিককে বলতে শোনা যাচ্ছে, "স্ত্রীয়ের থেকে সেক্স চাইলে আমরা ভিখারি, স্ত্রীকে সেক্স না দিলে আমরা অত্যাচারি, আর কোনওভাবে যদি স্ত্রীকে মানিয়ে গুছিয়ে সেক্স যোগার করে নিই, তাহলে আমরা ধর্ষক।" এমন সংলাপ বললেন কী করে কার্তিক, প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
2019 সালে দাঁড়িয়ে ধর্ষণের এই সংজ্ঞা কি দেওয়া যায়? ম্যারিটাল রেপও যে একটা ক্রাইম সেটা কি ভুলে গেছিলেন ছবির নির্মাতারা? এই সমস্ত মন্তব্যে ভাসছে সোশাল মিডিয়া। তবে যেহেতু কার্তিককে সংলাপটি বলতে শোনা গেছে, তাই আক্রমণের তীর মূলত তাঁরই দিকে। কী করে এমন ছবি বাছলেন তিনি ? উত্তর জানতে চান সবাই।
দেখে নিন কয়েকজন সোশাল মিডিয়া ইউজ়ারের মন্তব্য...