পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত বিখ্যাত 'ব়্যামসে ব্রাদার্স'-এর শ্যাম ব়্যামসে - শ্যাম ব়্যামসের হরর ফিল্ম

বলিউডে হরর ফিল্ম জঁরে বিপ্লব এনেছিলেন 'ব়্যামসে ব্রাদার্স'। তাঁদের অন্যতম সদস্য শ্যাম ব়্যামসে আজ মারা গেলেন।

Shyam Ramsay horror film

By

Published : Sep 18, 2019, 9:44 PM IST

মুম্বই : মৃত্যুকালে শ্যাম ব়্যামসের বয়স হয়েছিল 67 বছর। IANS সূত্রে জানা যাচ্ছে যে, তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন।

ব়্যামসে ব্রাদার্স-দের মধ্যে ছিলেন সাত ভাই - কুমার ব়্যামসে, কেশু ব়্যামসে, তুলসী ব়্যামসে, করণ ব়্যামসে, গঙ্গু ব়্যামসে, অর্জুন ব়্যামসে এবং শ্যাম নিজে। 1947 সালে পার্টিশানের পর বাবা ফতেচাঁদ ব়্যামসের সঙ্গে সাত ভাই ভারতে এসেছিলেন। এখানে এসে মুম্বই শহরের জৌলুস দেখে চমকে গেছিলেন তাঁরা। আর তারপরই ফিল্ম লাইনে আসার কথা ভাবেন তাঁরা। প্রথম একটা-দুটো ছবি ফ্লপ হলেও পরবর্তী সমস্ত ছবিতে 'হাউজ়ফুল' বোর্ড ঝুলত।

শ্যামের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। শোকপ্রকাশ করেছেন পরিচালক বিক্রম ভাট। IANS কে তিনি বলেছেন, "70-80 দশকে শ্যাম ব়্যামসে হরর ছবি তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। সাত ভাইয়ের মধ্যে তাঁকে প্রধান বলে মনে করা হত। উনি খুবই ক্রিয়েটিভ ছিলেন এবং সময়ের সঙ্গে উপযুক্ত ছবি দিয়ে দর্শকের মনোরঞ্জন করেছেন।"

বিক্রম ভাট

বিক্রম ভাট নিজেও বলিউডকে অনেক হরর ছবি উপহার দিয়েছেন। তাঁর পরিচালিত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য 'রাজ়', 'রাজ় রিবুট', '1920'।

ABOUT THE AUTHOR

...view details