মুম্বই : মৃত্যুকালে শ্যাম ব়্যামসের বয়স হয়েছিল 67 বছর। IANS সূত্রে জানা যাচ্ছে যে, তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন।
ব়্যামসে ব্রাদার্স-দের মধ্যে ছিলেন সাত ভাই - কুমার ব়্যামসে, কেশু ব়্যামসে, তুলসী ব়্যামসে, করণ ব়্যামসে, গঙ্গু ব়্যামসে, অর্জুন ব়্যামসে এবং শ্যাম নিজে। 1947 সালে পার্টিশানের পর বাবা ফতেচাঁদ ব়্যামসের সঙ্গে সাত ভাই ভারতে এসেছিলেন। এখানে এসে মুম্বই শহরের জৌলুস দেখে চমকে গেছিলেন তাঁরা। আর তারপরই ফিল্ম লাইনে আসার কথা ভাবেন তাঁরা। প্রথম একটা-দুটো ছবি ফ্লপ হলেও পরবর্তী সমস্ত ছবিতে 'হাউজ়ফুল' বোর্ড ঝুলত।