মুম্বই : বলিউডের দক্ষ অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী । কমার্শিয়াল মশলাদার ফিল্মে নয়, প্যারালাল ফিল্মের দুনিয়ায় তিনি নিজের এক আলাদা ছাপ তৈরি করেছেন । তবে কোথাও যেন একটা টাইপকাস্ট হয়ে যাচ্ছিলেন শ্বেতা । যেন মিষ্টি স্বভাবের পাশের বাড়ির মেয়ে হয়েই থাকছিলেন তিনি সব ছবিতে । 'মির্জ়াপুর' তাঁর ইমেজ বদল করল ।
IANS-কে শ্বেতা বলেন, "'মির্জ়াপুর' করার অন্যতম প্রধান কারণ হল নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করা । আমি যে শুধুমাত্র কিউট হিরোইন নই, সেটা দেখাতে চেয়েছিলাম । সিরিজ়টি আমার জীবনের থেকে এতটা আলাদা বলেই আমি চরিত্রটা করতে রাজি হই ।"