পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দুবাই ও UAE-তে নিষিদ্ধ 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' - শুভ মঙ্গল জ়াদা সাবধান

দুবাই ও UAE-তে ছবিটি যাতে মুক্তি পায় তার জন্য চুম্বনের দৃশ্য বাদ দিতে চেয়েছিলেন নির্মাতারা । যদিও সেখানকার সরকারের তরফে জানানো হয় চুম্বন নিয়ে তাদের কোনও সমস্যা নেই । সমস্যা ছবির বিষয়বস্তু নিয়ে ।

f
dsf

By

Published : Feb 21, 2020, 2:32 PM IST

মুম্বই : দুবাই ও UAE-তে নিষিদ্ধ ঘোষণা করা হল 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিটিকে । ছবির বিষয়বস্তু সমকামী সম্পর্ককে কেন্দ্র করে ।

ছবিতে একটি চুম্বন দৃশ্য রয়েছে । সেখানে আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র একে অপরকে চুম্বন করবেন । সূত্রের খবর, ছবি নির্মাতাদের তরফে বলা হয়েছিল যে ওই চুম্বন দৃশ্য বাদ দেওয়া হবে দুবাই ও UAE-র জন্য । কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি ।

দুবাইয়ের একটি সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা গেছে সেখানকার দর্শকরা ছবিটি দেখার জন্য খুবই আগ্রহী । তাঁদের বক্তব্য, "আমরা ছবিটি দেখতে চাই । এটা বলিউডের প্রথম ছবি যেখানে সমকামী সম্পর্ককে তুলে ধরা হয়েছে । দুঋখের বিষয় হল এই জায়গাগুলিতে সমকামী সম্পর্ক নিয়ে তৈরি ছবি পুরোপুরি নিষিদ্ধ ।"

আসলে নির্মাতারা যখন ছবি থেকে চুম্বন দৃশ্য বাদ দিতে চেয়েছিলেন তখনই দুবাই ও UAE সরকারের তরফে জানানো হয় যে চুম্বন আসল আপত্তির বিষয় নয় । ছবির বিষয়বস্তুই হল মূল আপত্তির বিষয় ।

ছবিতে দুই পুরুষের ভালোবাসার সম্পর্ক তুলে ধরা হবে । তুলে ধরা হবে সমকামী সম্পর্কের ভিন্ন দিকগুলি । অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র । এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গজরাজ রাও, নীনা গুপ্ত ও মানবি গাগরু । পরিচালনা করেছেন হীতেশ কেওয়ালা ।

ABOUT THE AUTHOR

...view details