মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । ঘরে বসে নিজের ইচ্ছে মতো সময় কাটাচ্ছেন তাঁরা । একই অবস্থা শ্রুতি হাসানের । এখন বাড়িতে দিন কাটছে তাঁর । তবে বাড়িতে কেমনভাবে কোয়ারানটিনের দিনগুলি কাটাচ্ছেন, সেই সম্প্রতি ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী ।
লকডাউনের জেরে বন্ধ শুটিং । তাই বাড়িতেই রয়েছেন তারকারা । এদিকে হাতে এখন অফুরন্ত সময় । তেমন কোনও কাজও নেই । তাই এই সময় বাড়ির কাজে মন দিয়েছেন তাঁরা । ঘর পরিষ্কার থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা সবই করছেন তাঁরা । এই সময় মনের আনন্দে রান্নাও করতে দেখা গিয়েছে অনেককে । আবার কেউ হাতে অনেকটা সময় পেয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজের পুরোনো হবিগুলি । তার জন্য কেউ গাইছেন গান, কেউ ছবি আঁকছেন, আবার কেউ গার্ডেনিং করছেন । এভাবেই চলছে তারকাদের লকডাউনের রোজনামচা । শ্রুতির রোজনামচাও কিছুটা একইরকম ।