পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বেবি শ্রেয়াদিত্যর আসার কথা জানিয়ে টুইট হবু মা শ্রেয়ার - ইনস্টাগ্রাম

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল ৷ ইনস্টাগ্রাম, টুইটারে নিজেই জানালেন সে কথা ৷ শেয়ার করলেন বেবি বাম্পের ছবি ৷

Shreya Ghoshal confirms pregnancy, says ‘baby Shreyaditya is on its way’
সোশাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করলেন শ্রেয়া

By

Published : Mar 4, 2021, 1:18 PM IST

Updated : Mar 4, 2021, 2:02 PM IST

বেবি শ্রেয়াদিত্যর আসার কথা জানিয়ে টুইট হবু মা শ্রেয়ার

বেঙ্গালুরু, 4 মার্চ : সদ্য সংসার বেড়েছে সইফ-করিনার ৷ তইমুরের ভাইকে নিয়ে এখনও মশগুল নেট দুনিয়া ৷ এরই মধ্য়ে সুখবর দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল ৷ মা হতে চলেছেন তিনি ৷ ইনস্টাগ্রাম, টুইটারে নিজেই সে কথা জানালেন শ্রেয়া ৷ সঙ্গে দিলেন মন ভাল করা ছবি ৷

রেলিং ঘেরা বারান্দায় একাই দাঁড়িয়ে রয়েছেন গায়িকা ৷ পরনের হালকা পোশাকে যেন সমুদ্রের ঢেউয়ের ছোঁয়া ৷ আলতো করে পরম মমতায় ভাবী সন্তানকে দু’হাত দিয়ে আগলে রেখেছেন শ্রেয়া ৷ তাকিয়ে রয়েছেন নিজের বেবি বাম্পের দিকে ৷ তাঁর মুখের হাসিতেও রয়েছে মা হতে চলার তৃপ্তি আর স্নেহ ৷

ছবির সঙ্গে অনুরাগীদের জন্য ছোট্ট বার্তাও দিয়েছেন শ্রেয়া ৷ লিখেছেন, ‘‘বেবি শ্রেয়াদিত্য আসছে ৷ আপনাদের সঙ্গে এই খবরটা ভাগ করে নিতে পেরে আমি আর শিলাদিত্য রোমাঞ্চিত ৷ আমরা আমাদের জীবনের নতুন অধ্য়ায় শুরু করতে চলেছি ৷ তাই আপনাদের সকলের ভালবাসা আর আশীর্বাদ চাই ৷’’ হবু সদস্যের একটা প্রতীকী নামও দিয়েছেন গায়িকা । শ্রেয়া ঘোষালের শ্রেয়া এবং শিলাদিত্যর দিত্য-- এই দুয়ের মিলই শ্রেয়াদিত্য ।

আরও পড়ুন:ছোটো নাতিকে তইমুরের মতোই দেখতে, জানালেন দাদু রণধীর

প্রসঙ্গত, শ্রেয়ার স্বামীর নাম শিলাদিত্য ৷ সেই কারণেই ভাবী সন্তানের পরিচয় দিতে নিজেদের দু’জনের নাম মিলিয়ে শ্রেয়াদিত্য লিখেছেন গায়িকা !

এদিকে, সুসংবাদ পেতেই উচ্ছ্বসিত শ্রেয়ার বন্ধু, ভক্ত, অনুরাগীরা ৷ সোশাল মিডিয়া উপচে পড়ছে শুভকামনা আর অভিনন্দনের বন্য়ায় ৷ আমআদমি থেকে সেলেব ৷ সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে ৷

Last Updated : Mar 4, 2021, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details