পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুত্রসন্তানের মা হলেন শ্রেয়া - Shreya Ghosal

পুত্রসন্তানের মা হলেন শ্রেয়া ঘোষাল ৷ আজ সোশাল মিডিয়ায় নিজেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন ৷ শ্রেয়ার এই বার্তার পরই সংগীত জগতের বিশিষ্টজন ও অনুগামীদের শুভেচ্ছা বার্তায় উপচে পড়ে গায়িকার ইন্সটাগ্রাম, ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট ।

এখন অপেক্ষা শ্রেয়াদিত্যের এক ঝলকের
এখন অপেক্ষা শ্রেয়াদিত্যের এক ঝলকের

By

Published : May 22, 2021, 10:29 PM IST

মুম্বই, 22 মে : মা হলেন শ্রেয়া । ‘এই অনুভূতি একেবারে নতুন’, সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েই সন্তান জন্মের খুশি তাঁর অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন গায়িকা । তিনি আরও জানান, নতুন সদস্যকে পেয়ে উচ্ছ্বসিত তাঁর দুই পরিবার । সন্তানের মঙ্গলকামনার জন্য প্রত্যেককেই ধন্যবাদ দেন মা শ্রেয়া ।

শ্রেয়ার এই বার্তার পরই সংগীত জগতের বিশিষ্টজন ও অনুগামীদের শুভেচ্ছা বার্তায় উপচে পড়ে গায়িকার ইন্সটাগ্রাম, ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট । প্রথম দুই ঘণ্টায় প্রায় তিন লাখেরও বেশি রিয়াক্যাশন ও কমেন্টসে ভরে উঠে তাঁর ইন্সটাগ্রাম ও ফেসবুক ।

চলতি বছরের মার্চ মাসে, তিনি সন্তান সম্ভবা, জানান শ্রেয়া । নেট মাধ্যমে বেবি বাম্পের ছবি শেয়ার করে জানান শ্রেয়াদিত্যের আগমনের কথা ।

আরও পড়ুন,বেবি শ্রেয়াদিত্যর আসার কথা জানিয়ে টুইট হবু মা শ্রেয়ার

এর একমাসের মধ্যেই ঘটা করে তাঁর ভার্চুয়াল বেবি শাওয়ারের ছবিও নেট মাধ্যমে শেয়ার করেন গায়িকা । বান্ধবীদের মধ্যে ছিলেন গায়িকা কৌশিকী চক্রবর্তীও ।

আরও পড়ুন, আলু ভাজা থেকে পায়েস, স্বাদের সাধ শ্রেয়ার

অপেক্ষার অবসান হল শনিবার দুপুরে । শুরু হল শ্রেয়া-শিলাদিত্য দাম্পত্যের এক নতুন অধ্যায় । নতুন সদস্যের আগমনে আমাদের তরফে রইল অনেক শুভেচ্ছা ।

ABOUT THE AUTHOR

...view details