মুম্বই, 22 মে : মা হলেন শ্রেয়া । ‘এই অনুভূতি একেবারে নতুন’, সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েই সন্তান জন্মের খুশি তাঁর অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন গায়িকা । তিনি আরও জানান, নতুন সদস্যকে পেয়ে উচ্ছ্বসিত তাঁর দুই পরিবার । সন্তানের মঙ্গলকামনার জন্য প্রত্যেককেই ধন্যবাদ দেন মা শ্রেয়া ।
শ্রেয়ার এই বার্তার পরই সংগীত জগতের বিশিষ্টজন ও অনুগামীদের শুভেচ্ছা বার্তায় উপচে পড়ে গায়িকার ইন্সটাগ্রাম, ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট । প্রথম দুই ঘণ্টায় প্রায় তিন লাখেরও বেশি রিয়াক্যাশন ও কমেন্টসে ভরে উঠে তাঁর ইন্সটাগ্রাম ও ফেসবুক ।
চলতি বছরের মার্চ মাসে, তিনি সন্তান সম্ভবা, জানান শ্রেয়া । নেট মাধ্যমে বেবি বাম্পের ছবি শেয়ার করে জানান শ্রেয়াদিত্যের আগমনের কথা ।