মুম্বই : পরবর্তী ছবিতে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে । ছবির নাম 'নাগিন'। তিনটি ভাগে মুক্তি পাবে ছবিটি । এটি পরিচালনা করবেন বিশাল ফুরিয়া ।
এর আগে নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন রীনা রায়, ভৈজন্তীমালা, রেখা ও শ্রীদেবীর মতো তারকারা । আর এবার এই আইকনিক চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে । এই চরিত্র প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, "বড় পরদায় নাগিনের চরিত্রে অভিনয় করা আমার কাছে একটা বড় বিষয় । ছোটোবেলায় শ্রীদেবী ম্যামকে নাগিনের চরিত্রে অভিনয় করতে দেখেছি । তাঁর অভিনয় এখনও আমার মনে গেঁথে রয়েছে । সেই আইকনিক চরিত্রে এবার আমি অভিনয় করব ।"