মুম্বই : লকডাউনের ফলে রাস্তায় থাকা পশুপাখিদের দুরবস্থার কথা নতুন করে বলতে হবে না । মাঝেমধ্যেই অনাহারে পশুমৃত্যুর খবর শোনা যাচ্ছে । এমন এক কঠিন সময়ে সেই অবলা জীবগুলোর কথা ভাবলেন রাজস্থানের গ্রামবাসীরা । আর তাঁদের সেই উদ্যোগের জন্য ধন্যবাদ জানালেন শ্রদ্ধা ।
পশুপাখিদের খাওয়ার জন্য একটা জলের জায়গা খুঁড়েছেন সেই গ্রামবাসীরা । যেখানে নিজেদের জীবন অনিশ্চিত, সেখানে অসহায় প্রাণীদের কথা ভেবে নজির গড়েছেন মানুষগুলো ।